শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:১২, ১২ অক্টোবর ২০২৫

১৯ আফগান সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের

১৯ আফগান সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলে নেয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, দুই দেশের সীমান্তবর্তী এলাকায় আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষের পর এ পোস্টগুলো দখলে নেয়া হয় বলে জানিয়েছে।

শনিবার (১১ অক্টোবর) পাকিস্তানের বার্তাসংস্থা দ্য ডন তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, পোস্টে থাকা আফগান তালেবানদের হত্যা করা হয়েছে এবং বাকিরা তাদের জীবন বাঁচাতে পালিয়ে গেছে।

রেডিও পাকিস্তান জানায়, পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দপ্তর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। এই অভিযানে বেশ কয়েকজন আফগান সেনা নিহত হয়েছেন। সংঘর্ষের পর পোস্ট খালি রেখেই কর্মকর্তা ও সদস্যরা পালিয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সেনবাহিনী।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারিদারি এক বিবৃতিতে বলেন, আফগানের মাটি থেকে সন্ত্রাসী হামলার কথা প্রমাণিত সত্য। পারস্পরিক শ্রদ্ধা এবং যৌথ সন্ত্রাসবাদ-বিরোধী প্রচেষ্টা দীর্ঘমেয়াদী আঞ্চলিক শান্তির মূল চাবিকাঠি। পাকিস্তানের সার্বভৌমত্বের সঙ্গে কেনো আপস করা হবে না বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট জারদারি।

পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।

এরপর শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল, বারামচাসহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী।

তবে পাকিস্তানের সেনাবাহিনীও প্রস্তুত হয়ে ছিল। আফগানিস্তানের হামলার পরপরই পাল্টা জবাব দেয়া শুরু করে পাকিস্তান।

সর্বশেষ