শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:০৩, ১২ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করল পাকিস্তান

আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করল পাকিস্তান
ছবি: সংগৃহীত

রাতভর গুলি বিনিময়ের পর প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে পাকিস্তানের সীমান্ত চৌকি লক্ষ্য করে হামলা চালায় আফগান বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সপ্তাহের শুরুতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার জবাব দিয়েছে তালেবান বাহিনী।

পাকিস্তান জানিয়েছে, আফগান বাহিনীর হামলার তাৎক্ষণিক জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী। দেশটির কর্মকর্তারা জানান, পাল্টা হামলায় বেশ কয়েকটি আফগান সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, রোববার সকালে দুই পক্ষের গুলি বিনিময় শেষ হয়েছে।
 
কর্মকর্তারা জানান, আফগানিস্তানের সাথে পাকিস্তানের দুটি প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম ও চামান রোববার বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া খারলাচি, আঙ্গুর আদা ও গুলাম খানে কমপক্ষে তিনটি ছোট ক্রসিংও বন্ধ করে দেয়া হয়েছে।

সীমান্ত বন্ধের বিষয়ে কাবুলের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাতে পাকিস্তানে তাদের অভিযান শেষ হয়েছে।

তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের ভূখণ্ডের কোনো অংশেই কোনো ধরনের হামলার হুমকি নেই।

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ