শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৬:২৮, ১২ অক্টোবর ২০২৫

পাকিস্তান সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন করল আফগানিস্তান!

পাকিস্তান সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন করল আফগানিস্তান!
ছবি: সংগৃহীত

পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা, আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের বরাতে। রোববার (১২ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পাকিস্তান সীমান্তের কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় ট্যাঙ্ক ও ভারী যুদ্ধাস্ত্র পাঠানো হচ্ছে।

গোলাগুলি থেমে যাওয়ার খবর পাওয়া গেলেও পাকিস্তানের কুররাম অঞ্চলের বাসিন্দারা এখনও মাঝে মাঝে গুলির শব্দ শুনছেন বলে জানিয়েছেন।

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার বিষয়ে ‘স্পষ্ট ও দ্ব্যর্থহীন অবস্থান’ জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এটা দুঃখজনক যে আফগানিস্তান এমন সময়ে পাকিস্তানে আক্রমণ করেছে, যখন আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে রয়েছেন এবং সেখানে পাকিস্তানবিরোধী বক্তব্য যৌথ ঘোষণার অংশ হিসেবে প্রচারিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই কাজটি দুঃখজনক ও নিন্দনীয়।’

উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় পাকিস্তানের বিমান হামলার জবাবে পাল্টা অভিযান চালিয়েছে তালেবান বাহিনী। আফগান কর্মকর্তাদের দাবি, এতে অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্সে এক পোস্টে জানান, অভিযানে আফগান বাহিনী পাকিস্তানের বিপুল পরিমাণ অস্ত্র দখল করেছে। তবে এতে আফগান তালেবানেরও ২০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছেন। এ বিষয়ে পাকিস্তান সরকার এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সর্বশেষ