শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ বিনোদন

প্রকাশিত: ১৫:৫৫, ১২ অক্টোবর ২০২৫

বিলাসবহুল ইয়টে গভীর চুম্বনে মগ্ন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি

বিলাসবহুল ইয়টে গভীর চুম্বনে মগ্ন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি
ছবি: সংগৃহীত

হলিউডের আলোচিত গায়িকা কেটি পেরি আর কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রেম করছেন, এটা ওপেন সিক্রেট। গত কয়েক মাসে তাঁদের নানা সময়ে পাওয়া গেছে রোমান্টিক মুহূর্তে। এবার তাঁদের পাওয়া গেল এক ইয়টে সময় কাটাতে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল প্রকাশিত ছবিগুলোয় দেখা যায়, ৪০ বছর বয়সী পেরি নিজের বিলাসবহুল ইয়ট কারাভেলের ডেকে কালো সুইম স্যুট পরে আছেন। পাশে ৫৩ বছর বয়সী ট্রুডো—শার্টবিহীন, পরনে শুধু জিনস। দুজনকে সেখানে গভীর চুম্বনে মগ্ন দেখা গেছে।

আরও কিছু ছবিতে ট্রুডোকে দেখা যায় পেরির কোমর জড়িয়ে ধরে আছেন। ছবিগুলো নাকি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়ে।

এক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইলকে বলেন, ‘তাঁরা একটি পর্যটক নৌকার কাছে এসে থামেন। এরপর হঠাৎই একে অপরকে চুম্বন করতে শুরু করেন। প্রথমে বুঝতে পারিনি, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটুটি দেখে চিনে ফেলি।’

পেরি আর ট্রুডোর প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় গত জুলাইয়ে, যখন দুজনকে মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় রাতের খাবার খেতে দেখা যায়। আগস্টে ডেইলি মেইলকে এক সূত্র জানিয়েছিল, প্রচারণা আর মিডিয়ার বাড়াবাড়িতেই নাকি তাঁদের সম্পর্ক কিছুটা ‘ঠান্ডা’ হয়ে গেছে। সূত্রের ভাষায়, ‘দুজনেই খুব ব্যস্ত মানুষ। জুলাই মাসজুড়ে তাঁরা নিয়মিত যোগাযোগ রাখলেও এখন সেটা অনেক কমে গেছে। তবে খারাপ কিছু নয়, কেবল সম্পর্কের নতুনত্বটা হয়তো কমে এসেছে।’ নতুন ছবিগুলো প্রমাণ করে তাঁদের সম্পর্ক এখনো অটুট।

পেরি এ বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্কের অবসান ঘটান। তাঁদের রয়েছে এক কন্যাসন্তান—ডেইজি ডাভ (৫)। অন্যদিকে ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি ২০২৩ সালে আলাদা হন। তাঁদের তিন সন্তান—জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।

সম্পর্ক নিয়ে কেটি পেরি অথবা জাস্টিন ট্রুডো কেউই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।

সদ্য সংবাদ/এসএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ