বাহাত্তরে পা রাখলেন রেখা
পুরো নাম ভানুরেখা গণেশন। বলিউড ও দর্শকমহলে শুধু রেখা নামেই পরিচিত তিনি। অনেক ত্যাগ ও সংগ্রাম করে নিজেকে খ্যাতির শীর্ষে নিয়ে এসেছেন তিনি। লাস্যময়ী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব চিরসবুজ ও যৌন আবেদনময়ী অভিনেত্রী হিসেবেও পরিচিতি পেয়েছেন। ‘সিলসিলা’, ‘উমরাও জান’ খ্যাত ভারতের বর্ষীয়ান এই অভিনেত্রী আজ পা রাখলেন জীবনের ৭২তম বছরে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) মধ্যরাত থেকেই স্যোশাল মিডিয়া ও মোবাইল ফোনে ভক্ত ও সহশিল্পীদের উষ্ণ শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে বৈচিত্র্যে ভরা রেখার জন্ম ১৯৫৪ সালের ১০ অক্টোবর। তামিল অভিনেতা জেমিনি গণেশন ও তেলেগু অভিনেত্রী পুষ্পাভ্যালির সন্তান রেখা। মা থাকলেও বাবার
স্বীকৃতি না থাকায় অভাব-অনটনে দিন কাটতে থাকে তার। নেহাতই পেটের দায়ে চলচ্চিত্রে নেমে শুরু থেকেই খুব বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় রেখাকে। নানা প্রতিকূল পরিবেশের মধ্যেই রেখা হাল ধরেন সংসারের।
মাত্র ১৪ বছর বয়সে স্কুল ত্যাগ করতে হয় রেখাকে। এক সাক্ষাৎকারে জীবন্ত এই কিংবদন্তি বলেছিলেন, ‘বেশিরভাগ সময় আমি ছিলাম আমার ভাই-বোনদের মা, এমনকি আমার মায়েরও মা। কিশোরী বয়সেই সিদ্ধান্ত নিই অভিনয়ের মাধ্যমেই পরিবারের অভাব দূর করব। তারপর অডিশন দিলাম। কিন্তু গায়ের রঙ কালো হওয়ার কারণে বলিউডে নায়িকা হতে সমস্যায় পড়তে হয়। আবার হিন্দিও জানতাম না একেবারেই। তাই প্রযোজক-পরিচালকরা ফিরিয়ে দিতে থাকেন আমাকে।’
তবে পরিচালক শ্যাম বেনেগাল রেখাকে দেখে, তার অভিনয়শৈলী দেখে মাত্র ১৩-১৪ বছরে সুযোগ দেন তাকে। ১৯৬৯ সালে ‘গোয়াদাল্লি সিআইডি ৯৯৯’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় তার ভ্রমণ শুরু রেখার।
সদ্য সংবাদ/এসএইচ



























