কম বয়সী তরুণকে বিয়ে করায় ট্রলের মুখে সারা খান
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সারা খান দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। এক বছর সম্পর্কের পর ৬ অক্টোবর অভিনেতা-প্রযোজক কৃষ পাঠকের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন সারা। সারার বয়স এখন ৩৫। বয়সে তিন বছরের ছোট কৃষের সঙ্গে বিয়ের পর সামাজিক মাধ্যমে সারা নিজের অনুভূতি শেয়ার করেছেন এবং জানান, ডিসেম্বরে ধর্মীয় অনুষ্ঠানে বিয়ে করবেন তাঁরা।
ছবি শেয়ার করে অভিনেত্রী নিজের পোস্টে লিখেছেন, একসঙ্গে দুজনে, দু'ধরনের বিশ্বাস, কিন্তু একটাই চিত্রনাট্য এবং অসীম ভালোবাসা। কবুল হ্যায় থেকে সাত ফেরের প্রতিশ্রুতি নেওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সারা ও কৃষের সম্পর্কের শুরু হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। কৃষের ছবি দেখে সারা তাঁকে খুব আপন মনে করেছিলেন এবং পরদিনই তাদের প্রথম দেখা হয়। কৃষ সরাসরি সারাকে জানান, তিনি কোনো অস্থায়ী সম্পর্ক চান না, বরং স্থায়ী ভালোবাসার খোঁজে আছেন। দুইজনেরই অতীত সম্পর্কের ব্যথা ছিল, যার কারণে তারা একে অপরের মধ্যে সঙ্গী হওয়ার যোগ্যতা খুঁজে পেয়েছেন।
সারা জানান, তাদের সম্পর্ক শুরু হয়েছিল পরস্পরের বিশ্বাস এবং ধৈর্য্যের মাধ্যমে। যখন কেউ ধৈর্য ধরে অপেক্ষা করে, তখন সঠিক মানুষ জীবনযাত্রার সঙ্গী হিসেবে আসে। আমার মনে হয়, আমরা জীবনের পরেও একে অপরকে সঙ্গী হিসেবে পাব।
২০০১ সালে সারা খান প্রথম বিয়ে করেছিলেন আলি মার্চেন্টের সঙ্গে। তবে মাত্র এক বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায়।



























