হিজাবে দীপিকা, দাড়িতে রণবীর- নতুন রূপে বলিউড দম্পতি
বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও আলোচনায়। মেয়ের নাম ‘দুয়া’ রাখার পর এবার নতুন করে নজর কাড়লেন তারা।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, হিজাব পরেছেন দীপিকা, আর রণবীরের মুখে লম্বা দাড়ি। দুজনে ঘুরে বেড়াচ্ছেন আবুধাবির পথে, দর্শকদের দেখাচ্ছেন শহরের নানা সৌন্দর্য।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে কৌতূহ্য। অনেকে ভাবছেন, এটি কি কোনো নতুন চলচ্চিত্রের দৃশ্য নাকি অন্যকিছু?
জানা গিয়েছে, এটি আসলে আবুধাবির পর্যটন বিভাগের একটি বিজ্ঞাপনচিত্র। দুয়া জন্মের পর এটাই দীপিকা ও রণবীরের প্রথম একসঙ্গে কাজ। বিজ্ঞাপনে দুবাই ও আবুধাবির ঐতিহ্য তুলে ধরতে দীপিকা হিজাব পরার সিদ্ধান্ত নেন।
অভিনেত্রীর নতুন এই লুক দেখে ভক্তদের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে। কেউ লিখেছেন, 'মাশাআল্লাহ, অপূর্ব লাগছে'। আবার কেউ মন্তব্য করেছেন, 'হিজাবে যেন দীপিকাকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে।'
তবে ক্যারিয়ারে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই তারকা দম্পতির। একের পর এক সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এদিকে দুই বছর ধরে রণবীর সিংয়ের হাতেও তেমন কোনো বড় ছবি নেই।



























