বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|৩ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জামায়াতের
আরও ৫৮৬টি মামলার মুখোমুখি হবে শেখ হাসিনা!
পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড: শুভেন্দু অধিকারী
হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের দীর্ঘ স্ট্যাটাস
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে সমর্থন জাতিসংঘের, প্রত্যাখ্যান হামাসের
স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা সিআইডির
শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, মামুনের ৫ বছর কারাদণ্ড
শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা জানাল ভারত
মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক বলল অন্তর্বর্তী সরকার, জনগণকে শান্ত থাকার আহ্বান
শেখ হাসিনার মৃত্যুদণ্ড: বিশ্বমিডিয়ায় আলোচনার ঝড়
গ্রেফতারের দিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
ডিজেলভর্তি ট্যাংকারের সঙ্গে ওমরাহযাত্রী বহনকারী বাসের সংঘর্ষ, নিহত ৪২
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:২৫, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:২২, ৪ অক্টোবর ২০২৫

গোপনে বাগদান! কবে বিয়ের পিঁড়িতে বসছেন রাশ্মিকা-বিজয়?

গোপনে বাগদান! কবে বিয়ের পিঁড়িতে বসছেন রাশ্মিকা-বিজয়?
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে তাঁদের প্রেম নিয়ে চলছিল নানা জল্পনা। কখনও সিনেমার সেটে, কখনও পার্টিতে বা অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে। এবার সেই সব জল্পনায় ইতি টেনে সামনে এলো সুখবর—গোপনে সেরে ফেলেছেন বাগদান পর্ব!

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসকে খবরটি নিশ্চিত করেছে বিজয়ের টিম। যদিও শুক্রবার (৩ অক্টোবর) রাতেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বাগদানের খবর ছড়িয়ে পড়ে।

যদিও এখনো পর্যন্ত রশ্মিকা বা বিজয় কেউই নিজেদের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, সামাজিক মাধ্যমে কোনো ছবি পোস্টও করেননি। তবে বিজয়ের টিম জানিয়েছে, তাঁরা এখন আনুষ্ঠানিকভাবে 'এনগেজড' এবং আগামী ফেব্রুয়ারি, অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি।

রশ্মিকা ও বিজয়ের প্রেমের শুরু ২০১৮ সালে, তাঁদের প্রথম যৌথ ছবি 'গীতা গোবিন্দম' থেকেই মিলেছিল রসায়নের ইঙ্গিত। এরপর ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত 'ডিয়ার কমরেড' এ তাঁদের অন-স্ক্রিন রোমান্স দর্শকের মন ছুঁয়ে যায়। তখন থেকেই তাদের নিয়ে গুঞ্জন শুরু।

করোনাকালের সময় রশ্মিকার সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতেও নজর পড়ে অনুরাগীদের। অনেক ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা গিয়েছিল বিজয়ের বাড়ির সাজসজ্জা। তখন থেকেই শোনা যায়, তাঁরা নাকি লিভ-ইন সম্পর্কে রয়েছেন। যদিও দু’জনই সব সময় ব্যক্তিগত জীবন নিয়ে থেকেছেন নীরব।

এরপরও তাঁদের একসঙ্গে দেখা গেছে নানা জায়গায়। গত আগস্টে নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেড-এ একসঙ্গে উপস্থিত হয়েছিলেন তাঁরা। সম্প্রতি বিমানবন্দরেও একই গাড়িতে দেখা গেছে এই দুই তারকাকে।

সব জল্পনা-গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে সত্যি হলো সেই গোপন প্রেমের খবর। বাগদানের সংবাদ প্রকাশ্যে আসতেই দক্ষিণী সিনেমার ভক্তদের মধ্যে শুরু হয়েছে আনন্দের ঢেউ। এখন সবার অপেক্ষা শুধু একটাই—কবে চার হাত এক হবে রশ্মিকা-বিজয়ের, সেই দিনের সাক্ষী থাকতে মুখিয়ে আছেন তাঁদের অনুরাগীরা।

সম্পর্কিত বিষয়: