গোপনে বাগদান! কবে বিয়ের পিঁড়িতে বসছেন রাশ্মিকা-বিজয়?
দীর্ঘদিন ধরে তাঁদের প্রেম নিয়ে চলছিল নানা জল্পনা। কখনও সিনেমার সেটে, কখনও পার্টিতে বা অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে। এবার সেই সব জল্পনায় ইতি টেনে সামনে এলো সুখবর—গোপনে সেরে ফেলেছেন বাগদান পর্ব!
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসকে খবরটি নিশ্চিত করেছে বিজয়ের টিম। যদিও শুক্রবার (৩ অক্টোবর) রাতেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বাগদানের খবর ছড়িয়ে পড়ে।
যদিও এখনো পর্যন্ত রশ্মিকা বা বিজয় কেউই নিজেদের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, সামাজিক মাধ্যমে কোনো ছবি পোস্টও করেননি। তবে বিজয়ের টিম জানিয়েছে, তাঁরা এখন আনুষ্ঠানিকভাবে 'এনগেজড' এবং আগামী ফেব্রুয়ারি, অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি।
রশ্মিকা ও বিজয়ের প্রেমের শুরু ২০১৮ সালে, তাঁদের প্রথম যৌথ ছবি 'গীতা গোবিন্দম' থেকেই মিলেছিল রসায়নের ইঙ্গিত। এরপর ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত 'ডিয়ার কমরেড' এ তাঁদের অন-স্ক্রিন রোমান্স দর্শকের মন ছুঁয়ে যায়। তখন থেকেই তাদের নিয়ে গুঞ্জন শুরু।
করোনাকালের সময় রশ্মিকার সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতেও নজর পড়ে অনুরাগীদের। অনেক ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা গিয়েছিল বিজয়ের বাড়ির সাজসজ্জা। তখন থেকেই শোনা যায়, তাঁরা নাকি লিভ-ইন সম্পর্কে রয়েছেন। যদিও দু’জনই সব সময় ব্যক্তিগত জীবন নিয়ে থেকেছেন নীরব।
এরপরও তাঁদের একসঙ্গে দেখা গেছে নানা জায়গায়। গত আগস্টে নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেড-এ একসঙ্গে উপস্থিত হয়েছিলেন তাঁরা। সম্প্রতি বিমানবন্দরেও একই গাড়িতে দেখা গেছে এই দুই তারকাকে।
সব জল্পনা-গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে সত্যি হলো সেই গোপন প্রেমের খবর। বাগদানের সংবাদ প্রকাশ্যে আসতেই দক্ষিণী সিনেমার ভক্তদের মধ্যে শুরু হয়েছে আনন্দের ঢেউ। এখন সবার অপেক্ষা শুধু একটাই—কবে চার হাত এক হবে রশ্মিকা-বিজয়ের, সেই দিনের সাক্ষী থাকতে মুখিয়ে আছেন তাঁদের অনুরাগীরা।



























