ইরাসমাস প্রকল্পের প্রশিক্ষণভিত্তিক ভ্রমণে তুরস্কে যাচ্ছেন ইবি উপাচার্য
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ তুরস্কের চাংকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে 'ইরাসমাস+ KA171' আন্তর্জাতিক ক্রেডিট মবিলিটি প্রকল্পের আওতায় প্রশিক্ষণভিত্তিক ভ্রমণে অংশ নিতে যাচ্ছেন।
বুধবার (৮ অক্টোবর) ইবি তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরাসমাস সমন্বয় অফিস থেকে পাঠানো আমন্ত্রণপত্রে ইবি উপাচার্যকে আগামী ১২ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত ভ্রমণে অংশগ্রহণের কথা বলা হয়েছে।
জানা গিয়েছে, চাংকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে এবং সফল ও ফলপ্রসূ মবিলিটি কার্যক্রমের জন্য শুভকামনা জানিয়েছে।
ইরাসমাস প্রোগ্রামের এই সফরের মাধ্যমে শিক্ষাগত ও প্রশিক্ষণমূলক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয় ও চাংকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।



























