রামপুরায় ২৮ জনকে হত্যা
বিজিবি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রার বরাবর অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
তিনি জানান, গণঅভ্যুত্থানের সময় রামপুরায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়ে ২৮ জনকে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্ত বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামকে সরাসরি গুলি চালাতে দেখা যায়।
২০২৪ সালের জুলাই-আগস্টের ওই সময় দেশজুড়ে আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার ও তার অনুগত বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ ইতোমধ্যে চলছে।



























