কুষ্টিয়ায় ৬ হত্যায় হানিফ-হেনরিসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আরো তিনটি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরিসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
রোববার (৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার অপর দুই আসামি হলেন মো. শামীম তালুকদার লাবু এবং মো. আবু মুসা।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে কুষ্টিয়ায় জুলাই আন্দোলনের সময় ছয়জনকে হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছে প্রসিকিউশন। বিষয়টি এখন ট্রাইব্যুনালের আদেশের অপেক্ষায় রয়েছে।
অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে মনে করছে প্রসিকিউশন। আদালত শুনানি শেষে পরবর্তী নির্দেশনা দেয়া হবে।



























