শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ১২ জুলাই ২০২৫

চট্টগ্রামে যুবদল নেতা বাদশা বহিষ্কার 

চট্টগ্রামে যুবদল নেতা বাদশা বহিষ্কার 
ছবি: সংগৃহীত

দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

শনিবার (১২ জুলাই) যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমদাদুল হক বাদশার বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে গঠিত তদন্ত টিমের প্রতিবেদন অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমদাদুল হক বাদশার কোনো অপকর্মের দায় যুবদল নেবে না। তাকে নিয়ে সাংগঠনিক কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সকল স্তরের নেতা-কর্মীদের। ভবিষ্যতে তার বিরুদ্ধে দলের পরিচয় ব্যবহার করে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, এমদাদুল হক বাদশার বিরুদ্ধে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তুলে ধরে ভুক্তভোগীরা সম্প্রতি সংবাদ সম্মেলনও করেছেন।