শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৫৭, ১২ অক্টোবর ২০২৫

যুবককে বিদ্যুতের খুঁটি বেঁধে পেটানোর পরে শরীরে আগুন দিয়ে হত্যাচেষ্টা

যুবককে বিদ্যুতের খুঁটি বেঁধে পেটানোর পরে শরীরে আগুন দিয়ে হত্যাচেষ্টা
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে বেঁধে এক যুবককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওবায়দুল মিয়া (২৮) পীরগঞ্জের পাশের রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। নির্যাতনের সময় তাঁর শরীরে আগুনও দেওয়া হয়।

আশঙ্কাজনক অবস্থায় ওবায়দুল মিয়া বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি বাহাদুরপুরের ওসমান আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, পাটগ্রাম আদিবাসীপাড়ার বাসিন্দা জসেদ মারান্ডির সঙ্গে ওবায়দুলের দীর্ঘদিনের সখ্য ছিল। শনিবার সন্ধ্যায় ওবায়দুল হাটে গরু কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু জসেদের বাড়ির লোকজন তাকে প্রথমে ঘরে আটকে পিটুনি দেয়। পরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে পেটানো হয়। একপর্যায়ে তার শরীরে দেশীয় মদজাতীয় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা নম্বরে কল আসার পর পীরগঞ্জ থানা পুলিশ ওবায়দুলকে উদ্ধার করে। রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওবায়দুলের ভাই আশরাফুল মিয়া জানান, ঘটনার দিন তার ভাইকে ফাঁদে ফেলে পিটিয়ে আগুন দেওয়া হয়েছে। গলায় থাকা স্বর্ণের চেইন, গরু কেনার টাকা ও অ্যান্ড্রয়েড ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে।

জসেদ মারান্ডি বা তার পরিবারের কাউকে বক্তব্যের জন্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ আসার সংবাদে অভিযুক্তরা পালিয়ে গেছে।

পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটিকে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। বিদ্যুতের খুঁটিতে বেঁধে রড দিয়ে পিটিয়ে, গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টা কেবল সহিংসতা নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।’

সর্বশেষ