শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩০, ১২ অক্টোবর ২০২৫

বিএডিসির কোটি টাকার সার ছিনতাই, নবীনগরে কার্গোসহ উদ্ধার

বিএডিসির কোটি টাকার সার ছিনতাই, নবীনগরে কার্গোসহ উদ্ধার
ছবি: সদ্য সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নোয়াগাঁও বাজারে সরকারি বিএডিসির ডিএপি সার ছিনতাই করে বিক্রির সময় প্রশাসনের হাতে জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সারবোঝাই কার্গো জাহাজটিকে মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে নৌপুলিশ জব্দ করে।

জানা যায়, সরকারি ৬ হাজার ৩৪০ বস্তা ডিএপি সার নিয়ে একটি কার্গো জাহাজ মুন্সিগঞ্জ থেকে মেঘনা নদীপথে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দেশে যাওয়ার সময় নরসিংদীর রায়পুরা এলাকায় কার্গোর ছয়জন নাবিককে হাত-পা বেঁধে নদীর তীরে ফেলে দিয়ে জাহাজটি ছিনতাই করে নিয়ে যায়। পরে নবীনগর উপজেলার নারুই, শিবনগর ও নোয়াগাঁও বাজারে এসব ডিএপি সার বিভিন্ন ডিলারের কাছে বিক্রি করতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতেনাতে ধরে ফেলে এবং সারবোঝাই জাহাজটি জব্দ করে।

ইতিমধ্যে কার্গো থেকে প্রায় ১ হাজার ৪০০ বস্তা সার আনলোড করা হয়। এর মধ্যে শিবনগরের সানাউল্লাহর বাড়িতে ৫০০ বস্তা এবং কাইতলা উত্তর ইউনিয়নের সরকারি সার ডিলার ও নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী মো. বোরহান উদ্দিনের গুদামে প্রায় ৪০০ বস্তা পাওয়া গেছে। বাকি সারগুলোর এখনও হদিস পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে শিবনগরে কিবরিয়ার বাড়িতে (সানাউল্লাহ) সার আনলোড করতে দেখেছেন। পরে বাজারে বোরহান মিয়ার গুদামেও আনলোড করা হয়। এরপর থেকে এলাকাবাসী জাহাজটিকে ভেসে থাকতে দেখেছেন। তারা ভেবেছিলেন, কেউ হয়তো সারগুলো কিনেছে।

কাইতলা উত্তর ইউনিয়নের সরকারি সার ডিলার মো. বোরহান উদ্দিন মুঠোফোনে বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার গুদামের চাবি নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী ও সাব-ডিলার তোফাজ্জল হোসেন শিবলুর কাছে থাকে। এসব কিছু হয়ে থাকলে আমি অবগত নই। আমার ধারণা, শিবলু আমাকে ফাঁসানোর জন্যই এটা করেছে। আমি এই অপকর্মের সঙ্গে জড়িত নই এবং শিবলুর বিচার চাই।’

এ বিষয়ে শিবলু বলেন, ‘আমার কাছে বোরহান ভাইয়ের গুদামের চাবি থাকত। প্রতিদিন সানাউল্লাহ চাবি নিতে আসলে আমি তাকে চাবি দিতাম। গতকালও নিতে এসেছিল। এরপর কী হয়েছে, আমি জানি না।’

এ বিষয়ে সানাউল্লাহর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) আব্দুল আল মামুন বলেন, ‘সরকারি ৬,৩৪০ বস্তা ডিএপি সার নিয়ে একটি কার্গো জাহাজ মুন্সিগঞ্জ থেকে মেঘনা নদীপথে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দেশে যাচ্ছিল। পথে নরসিংদীর রায়পুরা এলাকায় নাবিকদের হাত-পা বেঁধে ফেলে দিয়ে জাহাজটি ছিনতাই করা হয়। নৌ পুলিশের তৎপরতায় ও সারাদিনের নিরবচ্ছিন্ন অভিযানে প্রায় কোটি টাকার লুণ্ঠিত সার উদ্ধার এবং সারবাহী বাল্কহেড আটক করা হয়েছে। আমরা কার্গোসহ সার জব্দ করেছি, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’

সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল

সর্বশেষ