শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২২, ১২ অক্টোবর ২০২৫

কাপ্তাইয়ে টাইফয়েডের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

কাপ্তাইয়ে টাইফয়েডের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন
ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলার টাইফয়েডের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ৯টায় কাপ্তাই শিলছড়ি দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

এসময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমাসহ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলায় রবিবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৯টি বিদ্যালয়ে মোট ৯টি দল টাইফয়েড টিকা কার্যক্রমে একযোগে অংশ নিচ্ছেন। কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। প্রতি দলে ২ জন কর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। কাপ্তাই উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট ১৫ হাজার ২৪০ জনকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

সদ্য সংবাদ/ মো. নাজমুল হোসেন ইমন

সর্বশেষ