শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ১২ অক্টোবর ২০২৫

সিসা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৭ শ্রমিক

সিসা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৭ শ্রমিক
ছবি: সংগৃহীত

নরসিংদীতে পুরনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনাচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন সদরের দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরও চারজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাঁচদোনা এলাকায় কোনো ধরনের নিয়ম-নীতি অনুসরণ না করে পুরনো ব্যাটারি থেকে সিসা উৎপাদন করে আসছে একটি চীনা প্রতিষ্ঠান। সকালে কারখানার ভেতরে কাজ চলাকালে হঠাৎ আগুন ধরে যায়। এতে সাতজন শ্রমিক দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক সেবা দেওয়ার পর তিনজনকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা থেকে সাতজন দগ্ধ শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের শরীরের প্রায় ৬০ শতাংশ এবং একজনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, বাকিদের সাধারণ চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি এমদাদুল হক বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে।’
 

সর্বশেষ