নিজ এলাকায় জোনায়েদ সাকিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে স্থানীয় ‘সচেতন মহিলা সমাজ’।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা সদরে সংগঠনটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন জোট বাঞ্ছারামপুর আসনটি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির জন্য ছেড়ে দিচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এই সিদ্ধান্তের বিরোধিতা জানাতে এদিন রাস্তায় নেমে আসে স্থানীয় নারী সমাজ।
‘বাঞ্ছারামপুর সচেতন মহিলা সমাজ’ ব্যানারে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া নারীরা হাতে ঝাড়ু নিয়ে স্লোগান দেন, 'ধানের শীষের প্রার্থী চাই, সাকিকে চাই না।'
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেত্রী আছিয়া আক্তার, সানজিদা আক্তার ফারজানা, শাহেরা খাতুন ও মোসাম্মদ নয়নতারা।
সমাবেশে বক্তারা জানান, জোনায়েদ সাকির কোনো রাজনৈতিক ভিত্তি বাঞ্ছারামপুরে নেই। তারা দাবি করেন, তিনি বাম রাজনীতির নামে ধর্মবিরোধী চিন্তাধারা প্রচার করছেন এবং তরুণ সমাজকে বিভ্রান্ত করছেন।
বক্তারা আরও বলেন, বাঞ্ছারামপুরে ধানের শীষ প্রতীক ব্যতীত অন্য কোনো রাজনৈতিক প্রতীক গ্রহণযোগ্য নয়। তারা আনুষ্ঠানিকভাবে জোনায়েদ সাকিকে এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকেই সমর্থনের আহ্বান জানান।
স্থানীয়রা বলছেন, জোটের প্রার্থী বাছাই নিয়ে বাঞ্ছারামপুরে তৈরি হওয়া এই বিরোধ নির্বাচনী সমীকরণে নতুন অস্থিরতা তৈরি করেছে।
সদ্য সংবাদ/এমটি



























