বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|৩ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জামায়াতের
আরও ৫৮৬টি মামলার মুখোমুখি হবে শেখ হাসিনা!
পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড: শুভেন্দু অধিকারী
হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের দীর্ঘ স্ট্যাটাস
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে সমর্থন জাতিসংঘের, প্রত্যাখ্যান হামাসের
স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা সিআইডির
শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, মামুনের ৫ বছর কারাদণ্ড
শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা জানাল ভারত
মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক বলল অন্তর্বর্তী সরকার, জনগণকে শান্ত থাকার আহ্বান
শেখ হাসিনার মৃত্যুদণ্ড: বিশ্বমিডিয়ায় আলোচনার ঝড়
গ্রেফতারের দিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
ডিজেলভর্তি ট্যাংকারের সঙ্গে ওমরাহযাত্রী বহনকারী বাসের সংঘর্ষ, নিহত ৪২
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪২, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:০৫, ১২ অক্টোবর ২০২৫

নিজ এলাকায় জোনায়েদ সাকিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

নিজ এলাকায় জোনায়েদ সাকিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে স্থানীয় ‘সচেতন মহিলা সমাজ’।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা সদরে সংগঠনটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন জোট বাঞ্ছারামপুর আসনটি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির জন্য ছেড়ে দিচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এই সিদ্ধান্তের বিরোধিতা জানাতে এদিন রাস্তায় নেমে আসে স্থানীয় নারী সমাজ।

‘বাঞ্ছারামপুর সচেতন মহিলা সমাজ’ ব্যানারে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া নারীরা হাতে ঝাড়ু নিয়ে স্লোগান দেন, 'ধানের শীষের প্রার্থী চাই, সাকিকে চাই না।'

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেত্রী আছিয়া আক্তার, সানজিদা আক্তার ফারজানা, শাহেরা খাতুন ও মোসাম্মদ নয়নতারা।

সমাবেশে বক্তারা জানান, জোনায়েদ সাকির কোনো রাজনৈতিক ভিত্তি বাঞ্ছারামপুরে নেই। তারা দাবি করেন, তিনি বাম রাজনীতির নামে ধর্মবিরোধী চিন্তাধারা প্রচার করছেন এবং তরুণ সমাজকে বিভ্রান্ত করছেন।

বক্তারা আরও বলেন, বাঞ্ছারামপুরে ধানের শীষ প্রতীক ব্যতীত অন্য কোনো রাজনৈতিক প্রতীক গ্রহণযোগ্য নয়। তারা আনুষ্ঠানিকভাবে জোনায়েদ সাকিকে এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকেই সমর্থনের আহ্বান জানান।

স্থানীয়রা বলছেন, জোটের প্রার্থী বাছাই নিয়ে বাঞ্ছারামপুরে তৈরি হওয়া এই বিরোধ নির্বাচনী সমীকরণে নতুন অস্থিরতা তৈরি করেছে।

সদ্য সংবাদ/এমটি