রাঙামাটি থেকে ইউপিডিএফের পোস্ট কমান্ডার ও তাঁর সহযোগী আটক
রাঙামাটিতে বিশেষ চেকপোস্টে তল্লাশি অভিযানে অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি চেকপোস্টে অভিযানে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্র থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে চলাচলরত সকল যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে আসতে দেখা যায়। মোটরসাইকেলের আরোহীরা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি প্রায় ১৫০ মিটার দূরে থেকে ঘুরে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে।
আটককৃতরা হলেন ইউপিডিএফের পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা। পরবর্তীতে ইউপিডিএফ সদস্যদের তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন, তিন রাউন্ড অ্যামুনিশন (গুলি), একটি ওয়াকিটকি সেট, দুটি মোবাইল ফোন ও দুটি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।
দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
মো. নাজমুল হোসেন ইমন/এমটি



























