বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|৩ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জামায়াতের
আরও ৫৮৬টি মামলার মুখোমুখি হবে শেখ হাসিনা!
পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড: শুভেন্দু অধিকারী
হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের দীর্ঘ স্ট্যাটাস
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে সমর্থন জাতিসংঘের, প্রত্যাখ্যান হামাসের
স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা সিআইডির
শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, মামুনের ৫ বছর কারাদণ্ড
শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা জানাল ভারত
মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক বলল অন্তর্বর্তী সরকার, জনগণকে শান্ত থাকার আহ্বান
শেখ হাসিনার মৃত্যুদণ্ড: বিশ্বমিডিয়ায় আলোচনার ঝড়
গ্রেফতারের দিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
ডিজেলভর্তি ট্যাংকারের সঙ্গে ওমরাহযাত্রী বহনকারী বাসের সংঘর্ষ, নিহত ৪২
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৭, ১২ অক্টোবর ২০২৫

রাঙামাটি থেকে ইউপিডিএফের পোস্ট কমান্ডার ও তাঁর সহযোগী আটক

রাঙামাটি থেকে ইউপিডিএফের পোস্ট কমান্ডার ও তাঁর সহযোগী আটক
ছবি: সংগৃহীত

রাঙামাটিতে বিশেষ চেকপোস্টে তল্লাশি অভিযানে অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি চেকপোস্টে অভিযানে তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্র থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে চলাচলরত সকল যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে আসতে দেখা যায়। মোটরসাইকেলের আরোহীরা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি প্রায় ১৫০ মিটার দূরে থেকে ঘুরে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে।

আটককৃতরা হলেন ইউপিডিএফের পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা। পরবর্তীতে ইউপিডিএফ সদস্যদের তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন, তিন রাউন্ড অ্যামুনিশন (গুলি), একটি ওয়াকিটকি সেট, দুটি মোবাইল ফোন ও দুটি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

মো. নাজমুল হোসেন ইমন/এমটি