শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০১, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:২১, ১১ অক্টোবর ২০২৫

সেফ এক্সিট চাই না, নির্বাচন-পরবর্তী এদেশেই থাকতে চাই: ধর্ম উপদেষ্টা

সেফ এক্সিট চাই না, নির্বাচন-পরবর্তী এদেশেই থাকতে চাই: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, ‘আমরা সেফ এক্সিট চাই না; স্বাভাবিক এক্সিট নিয়ে নির্বাচন-পরবর্তী এদেশেই থাকতে চাই।’ তিনি বলেন, ‘আগামী নির্বাচন যথাসময়ে হবে এবং সুষ্ঠুভাবেই হবে। নির্বাচনসংক্রান্ত যাবতীয় বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে।’

শনিবার (১১ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক হোসেন, রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন প্রমুখ।

সভায় জেলা ও উপজেলার মসজিদ, মন্দির, বিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/ মো. নাজমুল হোসেন ইমন

সর্বশেষ