শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪২, ২৫ জুলাই ২০২৫

খুলনায় ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

খুলনায় ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর বড় মির্জাপুর এলাকায় একটি ছাতা কারখানায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট টানা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত দেড়টার দিকে পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত রহমান ছাতা কম্পানির কারখানায় আগুন লাগে। কারখানার মালিক আব্দুর রহমান। স্থানীয়রা আগুন দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। প্রথমে দুটি ইউনিট গিয়ে কাজ শুরু করে, পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর থেকে আরও ছয়টি ইউনিট যোগ দেয়।

সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দিলে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় হালকা বৃষ্টি হলেও আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। অবশেষে ভোর পৌনে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনে দুটি পাঁচতলা ভবনের মোট পাঁচটি তলা পুড়ে গেছে। রহমান ছাতা কারখানার অবস্থান ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ছিল, পার্শ্ববর্তী ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনে কারখানার পাশাপাশি একটি গোডাউনও ছিল।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিউর রহমান জানান, ঘটনাস্থলটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। ভবনের বিভিন্ন প্রবেশদ্বারে তালা থাকায় দ্রুত ভেতরে প্রবেশে বিলম্ব ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়: