শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ১৮ জুলাই ২০২৫

শরীয়তপুরে ছাত্রদল-যুবদল দ্বন্দে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুরে ছাত্রদল-যুবদল দ্বন্দে ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ন্ত্রণ নিয়ে যুবদল ও ছাত্রদলের দুই সাবেক নেতার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে নরসিংহপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঘাট এলাকায় প্রায় দেড় শতাধিক যানবাহন আটকে থাকায় তীব্র যানজট ও যাত্রী দুর্ভোগ দেখা দিয়েছে।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, নরসিংহপুর ফেরিঘাটের ইজারা আদায়কে কেন্দ্র করে শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এক পক্ষ ঘাটে এসে ইজারা আদায়ের চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সংঘর্ষের আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ঘাট ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ইজারা সংক্রান্ত দ্বন্দ্বের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রায় দেড় শতাধিক গাড়ি ঘাটে আটকে আছে। যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

অন্যদিকে ঘাটে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। শুধু যাত্রীরাই নয়, খাদ্যপণ্য, চিকিৎসা সরঞ্জামসহ জরুরি পরিবহনও থেমে গেছে ফেরি চলাচল বন্ধ থাকায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেনি কেউ। যাত্রীরা তাকিয়ে আছেন—কবে খুলবে ঘাটের দ্বার।