শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮, ১২ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৩৯, ১২ জুলাই ২০২৫

পল্লবীতে ‘৫কোটি টাকা চাঁদা না পেয়ে’ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা

পল্লবীতে ‘৫কোটি টাকা চাঁদা না পেয়ে’ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে চাঁদা না পেয়ে একটি আবাসন প্রতিষ্ঠানে গুলি চালিয়ে ও সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে আলাব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী বিকেলে ওই এলাকায় ত্রাস সৃষ্টি করতে গুলি চালায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, কিছুদিন আগে এক ব্যক্তি তাদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় শুক্রবার বিকেলে একদল হামলাকারী তাদের কার্যালয়ে গুলি ছুড়ে এবং ভাঙচুর চালায়।

হামলার সময় গুলিতে আহত হন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা শরিফুল ইসলাম। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে আমিনুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। দাবি মানা না হলে জামিল ও তার অনুসারীরা দুই দফায় হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। সর্বশেষ শুক্রবারও ২৫-৩০ জন এসে হামলা ও গুলি চালিয়েছে বলে জানান তিনি।
 

সম্পর্কিত বিষয়: