শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২০:৪০, ১২ অক্টোবর ২০২৫

এনসিপি নেতা মুনতাসিরকে রেড ক্রিসেন্ট থেকে অব্যাহতি

এনসিপি নেতা মুনতাসিরকে রেড ক্রিসেন্ট থেকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১২ অক্টোবর) সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, মুনতাসির মাহমুদের নিয়োগপত্রের ধারা নং ৭ ও ৮-এর প্রেক্ষিতে তার চুক্তিভিত্তিক চাকরি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেড ক্রিসেন্ট। এটি দুপুর থেকে কার্যকর হবে।

সংস্থার এক কর্মকর্তা জানান, মুনতাসির মাহমুদ কয়েক দিন ধরে নিজের ইচ্ছা ও পছন্দ অনুযায়ী লোকজন রেড ক্রিসেন্টে নিয়োগ দেওয়ার চেষ্টা করছিলেন। এ বিষয়গুলো বিবেচনা করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মুনতাসির মাহমুদ এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে রোববার রাতে সাময়িকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তা জানতে চেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দাখিলের শোকজ নোটিশও প্রদান করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ