শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৪, ১০ অক্টোবর ২০২৫

আপডেট: ২৩:৪৭, ১০ অক্টোবর ২০২৫

৬৬ ভরি স্বর্ণসহ আটক বিমানবন্দর কর্মী

৬৬ ভরি স্বর্ণসহ আটক বিমানবন্দর কর্মী
ছবি: সদ্য সংবাদ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৭৬১ গ্রাম (৬৫.২ ভরি) স্বর্ণালঙ্কারসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন মো. কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)। মো. কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর বোর্ডিং ব্রিজ অপারেটর।

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ১ নং টার্মিনালের ৩ নং গ্লাস গেইটের সামনে মোঃ কবির হোসেন একটি ছোট ব্যাগ কুদ্দুছকে দেওয়ার সময় উপস্থিত যাত্রীরা সন্দেহ করেন। বিষয়টি জানানো হলে এপিবিএন ফোর্স তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য টার্মিনালে নিয়ে আসে।

পুলিশ জানায়, তল্লাশিকালে তিনটি নীল রঙের ছোট ব্যাগের ভিতর থেকে ৪টি গোল্ডবার এবং অন্যান্য স্বর্ণালঙ্কারসহ মোট ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণালঙ্কারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হচ্ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, 'আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমন কাজ নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি। বিমানবন্দর ব্যবহার করে চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'

মো: নাজমুল হোসেন/এমটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ