বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|৩ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জামায়াতের
আরও ৫৮৬টি মামলার মুখোমুখি হবে শেখ হাসিনা!
পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড: শুভেন্দু অধিকারী
হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের দীর্ঘ স্ট্যাটাস
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে সমর্থন জাতিসংঘের, প্রত্যাখ্যান হামাসের
স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা সিআইডির
শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, মামুনের ৫ বছর কারাদণ্ড
শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা জানাল ভারত
মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক বলল অন্তর্বর্তী সরকার, জনগণকে শান্ত থাকার আহ্বান
শেখ হাসিনার মৃত্যুদণ্ড: বিশ্বমিডিয়ায় আলোচনার ঝড়
গ্রেফতারের দিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
ডিজেলভর্তি ট্যাংকারের সঙ্গে ওমরাহযাত্রী বহনকারী বাসের সংঘর্ষ, নিহত ৪২
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:২১, ৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৩৯, ৯ অক্টোবর ২০২৫

বোরকা পরে স্বর্ণের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি

বোরকা পরে স্বর্ণের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি
ছবি: সংগৃহীত

রাজধানীর মৌচাকের ফরচুন শপিংমলে বোরকা পরে এক স্বর্ণের দোকান থেকে শাটারের তালা কেটে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গিয়েছে একটি চোরচক্র।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরের দিকে শপিংমলের শম্পা জুয়েলার্স নামে এক স্বর্ণের দোকানে এই ঘটনাটি ঘটেছে।

দোকান মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস জানান, প্রতিদিনের মতো বুধবার (৮ অক্টোবর) রাতে দোকান বন্ধ করে রাত ৯টার দিকে বাসায় ফিরে যান। ভোরে মার্কেটের নিরাপত্তারক্ষী ফোনে জানায়, দোকানে সমস্যা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন, শাটারের তালা কাটা, ভেতরের সব স্বর্ণালঙ্কার ও নগদ অর্থও উধাও।

তিনি আরও জানান, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালঙ্কার ডিসপ্লেতে রাখা ছিল এবং ১০০ ভরি বন্ধকী স্বর্ণ ছিল। সব মিলিয়ে প্রায় ৫০০ ভরি স্বর্ণ ও কিছু নগদ টাকা চুরি হয়েছে।

এ ঘটনায় পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরা দুই ব্যক্তি ভোরের দিকে মার্কেটে প্রবেশ করে তালা কেটে দোকানে ঢোকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, 'দোকান মালিকের অভিযোগ অনুযায়ী প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোরদের শনাক্তে তদন্ত চলছে।'

চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সদ্য সংবাদ/এমটি

সম্পর্কিত বিষয়: