শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫, ৭ অক্টোবর ২০২৫

ধামরাইয়ের সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৫ আ.লীগ নেতা

ধামরাইয়ের সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৫ আ.লীগ নেতা
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত সাদ হত্যা মামলায় ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) দিনগত রাতে সাভারের নবীনগরের ডিওএইচএস আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, নবযুগ কলেজ ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আহাদ হোসেন।

ওসি মনিরুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় ২১ আগস্ট ধামরাই থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন নিহত সাদের নানা। মামলায় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদসহ উল্লেখ করা হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মোট ৮২ জন নেতাকর্মীর নাম ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আরও বলেন, কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আজ দুপুরে আদালতে পাঠানো হবে।
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ