পল্লবীতে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর পল্লবীতে পার্কিং করা অবস্থায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ জুলাই) রাত আটটার দিকে সিরামিক গলিতে বিকল্প পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাত পৌনে ৮টার দিকে খবর পাওয়ার পর দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকাণ্ড দুর্ঘটনা, না কি নাশকতা এ নিয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, বাসটিতে আগুন কেউ ইচ্ছাকৃতভাবেও লাগাতে পারে। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো মেলেনি।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।